ডিবিএল প্রিন্টিং কোয়ালিটি সেক্টরের চাকরির এ টু জেট কাজের নিয়ম - Dbl Group Printing A To Z Deatls
প্রিয় বন্ধুরা, আজকের পোস্টে ডিবিএল প্রিন্টিং কোয়ালিটি সেক্টরের চাকরির এ টু জেট কাজের নিয়ম সম্পর্কে আলোচনা করবো।আমাদের মধ্যে অনেকে আছে যারা স্কিন প্রিন্ট কোয়ালিটি নিয়ম সম্পর্কে জানেনা। অনেকের ইচ্ছা যে তারা স্ক্রিন প্রিন্ট কোয়ালিটি চাকরি করবেন। কিন্তু সঠিক তথ্য জানেন না। আজকের পোস্ট তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে চলুন দেরি না করে জেনে নেয়া যাক, স্কিন প্রিন্ট কোয়ালিটির চাকরি নিয়ম সম্পর্কে।
স্কিন প্রিন্ট কি ?
এক পিস ফেব্রিক বা বডিতে প্রিন্টার স্কিনের মাধ্যমে যে প্রিন্ট বা ডিজাইন করে থাকে তাকে স্ক্রিন প্রিন্ট বলে। বাংলাদেশে অনেক গার্মেন্টস আছে যেখানে প্রিন্ট করা হয়ে থাকে। অনেক গার্মেন্টস বা ফ্যাক্টরিতে ম্যানুয়ালি আবার মেশিনে প্রিন্ট করা হয়।
স্কিন প্রিন্ট সাধারণত দুই প্রকার
স্কিন প্রিন্টের ১৩টি বায়ার নাম
- Puma Buyer
- Guess Buyer
- C &A Buyer
- Hnm Buyer
- New Look Buyer
- Primark Buyer
- Matalon Buyer
- Zero Ge Buyer
- K-mart Buyer
- G-Star Buyer
- Niddle Buyer
- Ashmara Buyer
- All-mart Buyer
স্কিন প্রিন্টের ২২টি প্রিন্টের নাম
2. Rubber print
3. High Density
4. Gel print
5. Giliter print
6. AFsan print
7. Sticker Print
8. Stone print
9. Foil Print
10.Matalic print
11. Puff print
12. Flock Print
13. Florocent print
14. Redium print
15. Diccharge Print
16. Plasticsol print
17. Photo Print
18. Silicon Print
19. Brush Print
20. Semi Rubber print
21. Simmer Print
22. 3D Print.
ইনলাইন কোয়ালিটি এসওপি
1.যে বায়ারের কাজ চলবে তার নেমপ্লেট লাইনের মাথায় ঝুলিয়ে দেই।
২.যে অর্ডারের কাজ চলবে তার একটি বান্ডিল কার্ড নেই এবং ফাইল, প্যাটার্নের সাথে চেকার, মেকার সাক্ষর সহকারে গ্রেডিং পজিশন,ডিজাইন এবং অর্ডার নং,বডি কালার,কালার কোড,সিজন, পার্ট,আর্টওয়ার্ক নং চেক করি।
৩.ফাইল চেক করি ফাইলটা সম্পুর্ণ আছে কিনা যেমন :-sop sheet,buyer approval/in-house approval, wash test report, technical data sheet,color artwork, bom sheet,emblishment sheet, ttsl report, size set report, oracle sheet,pp meeting report, 7steps check points,print risk assisment report, 3rd trail report, fabric shade and shrinking report (একটি ফাইল হাতে পাওয়ার পরে ১০টি ফরম্যাট পাই পরে বাকিগুলো করা হয়।
৪.টেবিল প্রিন্ট করার উপযোগী আছে কিনা দেখে নেই।
৫.৫ পিছ প্রিন্ট করার জন্য টেবিলে বাসাই এবং যে সাইজের ক্যাট প্যানেল টেবিলে বসানো হয় সেই সাইজের প্যাটার্ন নিয়ে ক্যাট প্যানেল প্যাটার্নের সাথে মিলিয়ে দেখি ছোট/বড় আছে কিনা এবং টেবিলে মার্কিং লেম্যান লে করছে কিনা তা চেক কর এবং পুনরায় ডিজাইন, গ্রেডিং এবং প্রিন্ট পজিশন চেক করি মাল্টি কালারে কাজ হলে কালার টিডিএসের সিকুয়েন্স অনুযায়ী মারছে কিনা তা চেক করি এবং সেটিং ঠিক আছে কিনা তাও চেক করি।
৬.৫ পিছ মারা হয়ে গেলে টেবিলে থেকে উঠিয়ে টিডিএস অনুযায়ী প্রসেস করি ফিনিশিং সুপারভাইজারের মাধ্যমে(প্রোডাকশন) ফেব্রিক্স শেড এবং স্রিনকেজ কোয়ালিটি সুপারভাইজার চেক করে।
৭.প্রসেস করা হয়ে গেলে আমি পুনরাপয় ডিজাইন, গ্রেডিং, পজিশন,কালার শেড এবং হ্যান্ড স্টিচিং চেক করি (প্রিন্টের দুই পাশে থেকে ১০ সেন্টিমিটার দুরে ধরে ৩০% পর্যন্ত টেনে দেখি ৩ বার সেটা আরা এবং খারা প্রিন্ট ফাটে কিনা
৮.তারপর আমার বস/স্যারকে গুডস গুলো দেখাই বস/স্যার যদি বলে ওকে আছে তাহলে ১ পিছ বস/স্যারের কাছে থেকে সাক্ষর নিয়ে গ্রেডিং সিট সহকারে লাইনের মাথায় ঝুলিয়ে দেই।
৯.বসকে দিয়ে পিপি মিটিং করানোর ব্যবস্থা করি ও পিপি মিটিং এ যে রিস্ক পয়েন্ট নিয়ে আলোচনা হয় সেগুলো নোট করি।
১০.পিপি মিটিং শেষে প্রোডাকশন করার অনুমতি দেয় স্যাররা এবং আমি রিভার্স প্যাটার্ন সংগ্রহ করি।
১১.পরে আরও ২ টা ট্রায়াল করে এবং আমি সেকেন্ড এবং থ্রার্ড ট্রায়াল রিপোর্ট করি।
১২.প্রোডাকশন চলমান অবস্থান রিভার্স প্যাটার্ন দিয়ে গ্রেডিং, পজিশন এবং প্রিন্ট বাঁকা আছে কিনা তা চেক করি
১৩.প্রোডাকশন চলমান অবস্থান বান্ডিল কার্ডগুলোতে অর্ডার নং, বডি কালার, কালার কোড, সাইজ/গ্রেডিং,সিরিয়াল, পার্ট ইত্যাদি চেক করি এবং আমার নাম ও তারিখ বান্ডিল কার্ডে লিখে দেই।
১৪.গুডস হ্যাংগার করাই এবং লাইনে কোন সমস্যা পেলে সেখানে এ্যারো ইস্ত্রিকার লাগিয়ে লাইন সুপারভাইজার ও প্রোডাশন কনছার্নকে জানাই সমস্যা সমাধান করতে পারলে ওকে বলি এবং সমস্যা ঠিক করতে না পারলে আমার বস/স্যারকে জনাই।
১৫.আমি ঘন্টায় ঘন্টায় রিপোর্ট করি ও রিপোর্টে সাক্ষর নেই এবং ফিনিশিংয়ে সমস্যাগুলো সম্মন্ধে অবগত করি।
১৬.ফাইল, প্যাটার্ন গুছিয়ে রেখে আমি আমার কাজ শেষ করি
প্রিন্টিং ফিনিশিং পি কিউ আইদের কাজের এস ও পি
১/যে অর্ডারের কাজ করবো তার একটি বান্ডিল কার্ড ফাইল ও প্যাটার্নের সাথে অর্ডার নাম্বার,সিজন,বডি কালার,কালার কোড,পার্ট,মিল আছে কিনা চেক করবো।
২/যদি ঠিক থাকে তাহলে আমি ফাইল চেক করি যেমন :SOP Sheet,Buyer Approval/In-House Approval,Technical Data Sheet,Art Work,Wash Test Report,BOM Sheet,Emblishment Sheet,TTSL Report, Size Set Report, Oracle/Fabric Order Sheet,PP Meeting Report, 7steps Check Points,Print Risk Assesment Report,1st,2nd and 3rd Trail Report, Fabric Shade and Shrinking Report,গুলো আছে কিনা এবং প্যাটার্নে মেকার ও চেকারের ছিল ও স্বাক্ষর,ডিজাইন, গ্রেডিং,পজিশন,ঠিক আছে কিনা চেক করি।
৩/৫ পিস গুডস আমি ফোর চেক পয়েন্ট অনুযায়ী চেক করি যেমন:ডিজাইন,কালার শেড,গ্রেডিং ও পজিশন এবং হ্যান্ড স্ট্রেচ চেক করি ওকে থাকলে সিনিয়রদের দেখাই যদি ঠিক থাকে তাহলে ১পিস গুডস ইন হাউস করাই এবং গ্রেডিং শীট সহ স্যাম্পল হ্যাঙ্গারিং করি।
৪/প্রিন্টের ধরন অনুযায়ী আমি আমার সিনিয়রের নিকট হতে কাজ বুঝে নেই এবং সেই অনুযায়ী গুডস চেক করি।
৫/বায়ারের চাহিদা অনুযায়ী যে রিকোয়ারমেন্ট গুলো দেওয়া থাকে সেগুলো আমি পালন করি যেমন বি এম ডব্লিউ গুডস চেক করার ক্ষেত্রে গ্রাফ্ ফিল্ম ব্যবহার করি,কোন লাইট কালারের গুডস চেক করলে হ্যান্ড গ্লাভস পরিধান করি এবং লাইট বা হোয়াইট কালার গুডস হলে পলিতে সংরক্ষণ করি।
৬/রানিং চেক করার সময় আমি প্রথমে বান্ডিল কার্ড ও কাটিং স্টিকারের কাটিং নাম্বার সাইজ সিরিয়াল এবং কোয়ান্টিটি চেক করি।
৭/রানিং চেক করার সময় আমি প্রতিটা বান্ডিল টিএমবি আকারে ফোর চেক পয়েন্ট অনুযায়ী গুডস চেক করি
৮/চেক করার সময় আমি চেক করি প্রিন্টে কোন ধরনের ডিফেক্ট আছে কিনা যেমন প্রিন্ট বাঁকা,সেটিং সমস্যা, কালার স্পট ব্রোকেন এয়ার হোল কালার আন ইভেন কালার ওভারলেপ ইনসাইড গ্রাম কালার পাস ইত্যাদি সমস্যা আছে কিনা যদি থাকে তাহলে এ্যারো স্টিকার মেরে রেক্টিফাইয়ে দেই এবং রিপোর্ট করি।
৯/রেক্টিফাই করে দেওয়ার পরে পুনরায় বান্ডিলের সকল গুডস গুলো চেক করি এবং ওকে থাকলে কিউসি পাস করি ও রিজেক্ট থাকলে সিল মেরে বান্ডিলে বেধে দেই এবং রিপোর্ট করি।
১০/চেক করতে গিয়ে কোন ধরনের সমস্যার সম্মুখীন হলে আমি আমার সিনিয়রের সহযোগিতা নেই।
১১/বায়ারকে প্রভাবিত করতে পারে এমন ধরনের গুডস কিউসি পাস হতে বিরত থাকি।
১২/কাজ চলাকালীন সময়ে আমার কাজের এস ও পি এবং হাউস কিপিং ঠিক আছে কিনা সে বিষয়ে আমি ফলোআপ করি।
১৩/এভাবে আমি আমার টার্গেট অনুযায়ী গুডস চেক করি এবং প্রতি ঘন্টায় রিপোর্ট করি কাজ শেষে আমি আমার রিপোর্ট গুলো সিগনেচার করি এবং ফাইল প্যাটার্ন গুছিয়ে রাখি।
QMS (Quality management system)
Puma QMS audit checklist Below :-
১.আমরা পুমা বায়ারের কয়টি মেনু্য়্যালে কাজ করি.?
উঃ২টি মেনুয়্যালে কাজ করি।
২.কি কি মেনুয়্যালে কাজ করি.?
উঃAP-03 এবং AP-05
৩.AP-03 তে আমরা কি অনুসরণ করি.?
উঃচেষ্ট প্রিন্ট সংক্রান্ত যাবতীয় মেনুয়্যাল অনুসরণ করি।
৪.AP-05 তে আমরা কি অনুসরণ করি.?
উঃ হিটপ্রেস,কিউরিং, এবং ফিউসিং সংক্রান্ত যাবতীয় মেনুয়্যাল অনুসরণ করি।
৫.AP মানে কি.?
উঃ Apparel Print
৬.SOP মানে কি.?
উঃ Standard operating prosidure
৭.লাইনে আমরা কি দিয়ে প্রিন্ট পজিশন, গ্রেডিং এবং প্রিন্ট বাঁকা চেক করি.?
উঃরিভাইস প্যাটার্ন দিয়ে।
৮.পুমা বায়ারের টেস্ট কয়টি ও কি কি.?
উঃ৩ টি যেমনঃ ১.ওয়াশ টেস্ট, ২.রাবিং টেস্ট এবং ৩.ময়াসচার টেস্ট।
৯.রাবিং টেস্ট কত প্রকার ও কি কি.?
উঃ ২ প্রকার যেমন ঃ১.Dry রাবিং এবং Wet রাবিং।
১০.ওয়াশ টেস্ট রিকুয়ারমেন্ট.?
উঃ১০ টাইম, ৪৫ মিনিট ৪০° তাপমাত্রা (ফয়েল,মেটালিক, পাফ গ্লিটার ব্যতিত)
১১.ফয়েল,গ্লিটার,মেটালিক এবং পাফের ক্ষেত্রে ওয়াশ রিকয়ারমেন্ট.?
উঃ ১০ টাইম, ৪৫ মিনিট ৩০° তাপমাত্রা
১২.পুমা বিএমডব্লিউর ক্ষেত্রে ওয়াশ রিকয়ারমেন্ট.?
উঃ ১০ টাইম, ৪৫ মিনিট ৬০° তাপমাত্রা।
১৩.কোয়ালিটি ফ্লোচার্ট মুখস্থ করতে হবে.!
১৪.কোয়ালিটি পলিসি মুখস্থ করতে হবে.!
১৫.TPT মানে কি..?
উঃ টাইম, প্রেসার, ট্যাম্পারাচার
১৬.রাবিং টেস্ট রিকুয়ারমেন্ট.?
উঃ ৯ নিউটন ওজন, ১০ সাইক্যালিং যাবে এবং আসবে।
১৭.ময়াশচার রিপোর্টের পাশ রেটিং কত.?
উঃ৬-৭
১৮.লাইনে লাইটের লাক্স ভ্যালু কত.?
উঃ৮০০-৯০০ লাক্স
১৯.চেক টেবিলে লাইটটা লাক্স ভ্যালু কত.?
উঃ১০০০-১১০০ লাক্স
২০.পুমার হ্যান্ড স্টিচিং কিভাবে চেক করে.?
উঃপ্রিন্টের দুই পাশে থেকে ১০ সেমি. দুরে ধরে ৩০% পর্যন্ত ৩ বার টেনে দেখতে হয় হরিজন্টাল এবং ভারটিক্যাল প্রিন্ট ফাটে কিনা।
২১.মাষ্টার প্যাটার্নে আমরা কি কি চেক করি.?
উঃ ডিজাইন, গ্রেডিং এবং প্রিন্ট পজিশন
২২.বি এমডব্লিউ (পুমা) ক্ষেত্রে আমরা বাঁকা কি দিয়ে চেক করি.?
উঃ ফ্লিম দিয়ে
২৩.১ ইঞ্চি =কত সেমি.?
উঃ২.৫৪ সেমি
২৪.পুমা বায়ারের টপ থ্রি ডিফেক্ট মুখস্থ করতে হবে.!
২৫.কোয়ালিটি টার্গেট কি.?
উঃ ইফিসিএনসি,ডিফেক্ট % এবং রিজেক্ট%.
২৬.কোয়ালিটি টার্গেট কোনটা কত পারসেন্ট.?
উঃ১.ইফিসিএনসি-৫৯%,২.ডিফেক্ট-৩.৯৯%, এবং ৩.রিজেক্ট-০.৪৬%
২৭.ফিনিশিংয়ে তুমি প্রিন্টের কি কি সমস্যা চেক করো.?
উঃ ডিজাইন বাঁকা, কালার পাস, হ্যান্ডফিল, গ্রেডিং, পজিশন কালার শেড, ডিজাইন, প্রিন্ট ফেটে যায় কিনা। এগুলো বলতেই হবে অডিটের সামনে এছাড়াও আরও চেক করি অর্ডার নং, কালার কোড, সিজন, প্রিন্ট পার্ট সাইজ এবং সিরিয়াল।
২৮.হিটপ্রেস মেশিনের টাইম কিভাবে চেক করে.?
উঃ ষ্টপ ওয়াচ দিয়ে মেইনটেনেন্স ডিপার্টমেন্ট চেক করে আমি সেটা টিডিএসের সাথে মিলিয়ে দেখি।
২৯.হিটপ্রেস মেশিনের প্রেসার কিভাবে চেক করে.?
উঃ হিটপ্রেস মেশিনের প্লেটের উপরে ৪ কর্নারে ৪টা এবং মাঝখানে ১টা সাদা কাগজ দিয়ে মেশিন প্রেস করে মেইনটেনেন্স ডিপার্টমেন্ট চেক করে আমি সেটা টিডিএসের সাথে মিলিয়ে দেখি।
৩০.হিটপ্রেস মেশিনের তাপমাত্রা কিভাবে চেক করে.?
উঃ থার্মোপেপার অথবা হিটগান মেশিন দিয়ে মেইনটেনেন্স ডিপার্টমেন্ট চেক করে আমি সেটা টিডিএসের সাথে মিলিয়ে দেখি।
৩১.ফিনিশিংয়ে চেক করার সময় তুমি সমস্যা পেলে কি করো.?
উঃএ্যারো স্টিকার লাগিয়ে রেকটিফাই করতে দেই এবং আমরা সুপারভাইজার বসের মাধ্যমে ফ্লোরের ইনলাইন কোয়ালিটি সুপারভাইজার ও প্রোডাকশন ইনচার্জ /অফিসার এবং প্রোডাকশন ম্যানেজার স্যার জানানোর ব্যবস্থা করি।
৩২.লাইনে এবং ফিনিশিংয়ে তুমি রিপোর্ট কিভাবে করো.?
উঃ প্রতি ঘন্টায় রিপোর্ট আপডেট করি এবং সংশ্লিষ্ট বস ও স্যার সাক্ষর নেই।
৩৩.পুমা কোন ধরনের লাইটে প্রিন্ট চেক করে.?
উঃD-65
৩৪.AP-3 ভার্সন কত.?
উঃ ভার্সন -২
৩৫.AP-5 ভার্সন কত.?
উঃ ভার্সন -৫
৩৬. তাপমাত্রা টলারেন্স কত..?
উঃ(+৩)(-৩)
৩৭.টাইয়ের ক্ষেত্রে টলারেন্স কত.?
উঃ(+৫)(-৫)
৩৮.রাবিং রেজাল্ট পাশ/ফেইল মাপার যন্ত্রের নাম কি.?
উঃ গ্রে স্কেল
৩৯.Dry রাবিং পাশ কত..?
উঃ 4
৪০.Wet রাবিং পাশ কত.?
উঃ3
৪১.পুমা ক্যাট ওরিয়েন্টেশন..?
উঃ সামনের পা থেকে পিছনের পা পর্যন্ত ৩৩ °এ্যাংগেল, পিছনের পা থেকে লেজ পর্যন্ত ৭৮° এ্যাংগেল, লেজ থেকে পিছনের পায়ের দুরত্ব ১৩.৪ মিলিমিটার এবং গ্রেইন লাইন সোজা থাকতে হবে।
৪২.AP-3 এবং AP-05 প্রস্তুতকারকের নাম কি.?
উঃআর্নল্ড এ.ডি জেসাস
৪৩.AP-03 এবং AP-05 অনুমোদন কারীর নামি কি.?
উঃহাওয়ার্ড ইউলিয়ামস
৪৪.DHU% এর ফুল মেনিং..?
উঃ Defects per hundred unit
৪৫.ডিফেক্ট কত প্রকার ও কি কি.?
উঃ৩ প্রকার ১.মাইনর,২.মেজর ৩.ক্রিটিক্যাল ডিফেক্ট।
৪৬.একটি মেজারমেন্ট ট্যাপে কত ধরনের পরিমাপ থাকে ও কি কি.?
উঃ ২ ধরনের
১.সেন্টিমিটারের পরিমাপ
২.ইঞ্চির পরিমাপ
৪৭. RHU% এর ফুল
মেনিং কি...?
উঃ Rejects per hundred unit
৪৮.RFT ফুল মিনিং কি.?
উঃ Right first time
৪৯.AP-03 অনুমোদিত তারিখ কত.?
উঃ২৬মে ২০২০ইং
৫০.AP-05 অনুমোদিত তারিখ কত.?
উঃ ৫ এপ্রিল ২০২১ ইং
জর্জ বায়ারের অডিট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় :-
Bestseller এর অডিট ।
সর্বশেষ কথা
প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি স্কিন প্রিন্ট কোয়ালিটির চাকরির নিয়ম সম্পর্কে। যারা বুঝতে পারেননি তারা অবশ্যই পুনরায় সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এতক্ষণে আমাদের সঙ্গে থেকে শেষ পর্যন্ত পোস্টে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url